করোনা আক্রাতে মৃত্যু হলো সাংবাদিকের

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার করোনায় আক্রাতে মৃত্যু হলো সাংবাদিকের। আসানসোলের এক হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন। করোনা যুদ্ধে হার মানলো। কিছুদিন আগে জ্বর কাশী নিয়ে রাঁচি RMIS হাসপাতালে চিকিৎসায় ছিল সঞ্জীব সিনহা। হাসপাতাল পক্ষ থেকে করোনা টেস্ট করালে পজেটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার ভোর রাতে ভেন্টিলেশনে শেষ বারের মতন মৃত্যুর কোলে ঢোলে পড়লো ওই সাংবাদিক। মৃত্যু কালীন বয়েস হয়েছিল প্রায় ৫০ বছর। শোকের ছায়া সাংবাদিক মহলে।

আরও পড়ুন -  IND vs PAK: ধ্বংসের মুখে ক্যারিয়ার, পাকিস্তানের কাছে হেরে, টিম ইন্ডিয়ার জন্য বোঝা এই পেসার