স্কুলে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে তালা ভেঙে ৫১০০০ টাকা চুরি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ স্কুলে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে তালা ভেঙে ইস্কুলের অফিস রুম থেকে আলমারি খুলে ৫১০০০ টাকা চুরি করল চোরেরা। ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানা অন্তর্গত সেনরেল কন্যাপুর হাই স্কুলে। এই বিষয়ে স্কুলের প্রধান শিহক জয়দীপ বিশ্বাস জানিয়েছেন, বর্তমনে লকডাউন পর্যায়ে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি চলছে। তাছাড়া স্কুল বন্ধ থাকায় স্কুলের কিছু কাজ কর্ম চলছে। যা শেষ হতে বিকেল ৪ টে হয়ে যাওয়ায় ভর্তির টাকা স্কুল থেকে ব্যাঙ্কে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে এসে স্কূলের সব কিছু লণ্ডভণ্ড দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ তদন্তে শুরু করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য রাতের প্রহরীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -  Turkey-Syria earthquake: নিহত ছাড়িয়েছে ৯ হাজার, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে