উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল দুই ব্রাউন সুগার পাচারকারী। উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজারের মধুঘাট ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ব্রাউন সুগার সমেত ২ পাচারকারী গ্রেফতার করে। অভিযুক্তদের আজ মালদা জেলা আদালতের ইংরেজবাজার থানার পুলিশ পেশ করে। সোমবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান দুজন ব্রাউন সুগার পাচারকারী তারা মোটরসাইকেল করে ফারাক্কার দিক থেকে মালদায় ব্রাউন সুগার গুলি পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ আগেই তাদেরকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ধৃতদের নাম পীযুষ মণ্ডল বাড়ি ফারাক্কা থানার কুলিয়ারা এবং প্রেম কুমার মন্ডল বৈষ্ণবনগর থানার মনডাই এলাকায় বাড়ি। ধৃত দুই পাচারকারীকে মালদা জেলা আদালতে পুলিশ পাঠায়।

আরও পড়ুন -  Lifestyle: মেয়েরা বিয়ের পর ইন্টারনেটে সার্চ করেন এই জিনিস, আপনি অবাক হবেন