সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ বুধবার ২৯শে জুলাই বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র প্রয়াত হলেন এক বে-সরকারি হাসপাতালে বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র প্রয়াত। বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার রাত দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেসমেকার বদলের জন্য সোমেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ডায়ালিসিস শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে তাঁর অবস্থার অবনতি হতেশুরু করে। এরপর এদিন গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কংগ্রেস রাজনীতিতে দীর্ঘ দিনের পরিচিত মুখ সোমেন মিত্র পরিচিত ছিলেন ছোড়দা নামে। ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অধুনালুপ্ত শিয়ালদহ কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০০৭ সালে কংগ্রেস ছেড়ে প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন। পরে যোগ দেন তৃণমূলে। ২০০৯ সালের লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে জয়ী হন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে ফেরেন কংগ্রেসে। সেবার কলকাতা উত্তর থেকে ভোটে লড়লেও জিততে পারেননি। ২০১৮ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ফিরেছিলেন। আমৃত্যু ছিলেন সেই পদেই।