প্রয়াত সোমেন মিত্র

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আমহার্স্ট স্ট্রিটের ‘ছোড়দা’-র বয়স হয়েছিল ৭৮ বছর। হাসপাতাল সূত্রের খবর, পুরনো পেসমেকার বদল করার জন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সোমেন মিত্র। ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। কিডনি, হার্টের সমস্যাও ছিল। কিন্তু, মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। সোমেনবাবুর পরিবার সূত্রের বক্তব্য, বুধবার নার্সিংহোমে হাঁটাচলা করেছিলেন সোমেন মিত্র। কিন্তু, গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। শিয়ালদহ কেন্দ্র থেকে বেশ কয়েক বার বিধায়ক হয়েছিলেন সোমেন মিত্র। ২০০৭-’০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন সোমেনবাবু। তারপরে যোগ দেন তৃণমূলে। ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হয়েছিলেন ২০০৯ সালে। আবার ২০১৪ সালে লোকসভা ভোটের আগে কংগ্রেসে ফিরে আসেন তিনি। সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ছিলেন।

আরও পড়ুন -  কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম