অবৈধভাবে জোরপূর্বক দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অবৈধভাবে জোরপূর্বক দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কোতুয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেস। কোতুয়ালি অঞ্চল তৃণমূল উপপ্রধান প্রসেনজিৎ দাস,মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্রর নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী সমর্থক পথ অবরোধে শামিল হয়।
জানা যায় টিপা জানি এলাকায় তৃণমূল কর্মী চৈতন্য দের বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর অবৈধভাবে বিজেপি নেতা মন্টু ঘোষের নেতৃত্বে জায়গা দখল করে বিজেপি কার্যালয় বানাতে গেলে প্রতিবাদ কড়ায় চৈতন্য দের উপরে চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ। তারই প্রতিবাদে কোতুয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলের পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা মন্টু ঘোষকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর পথ অবরোধ উঠে যায়। ঘটনা তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী আগামীকাল (১৭ই মার্চ) ১১তম 'ভারতীয় রসায়ন-২০২১' অনুষ্ঠানের সূচনা করবেন