গয়েশপুর এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগালো মঙ্গল সমিতি ক্লাবের সদস্যরা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এলাকা সবুজায়নের লক্ষ্যে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ইংরেজবাজার পৌরসভার গয়েশপুর এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগালো মঙ্গল সমিতি ক্লাবের সদস্যরা। এদিন এই ক্লাবের সদস্যরা নিজেরাই উদ্যোগ নিয়ে গয়েশপুর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি বিভিন্ন জায়গায় গাছ লাগান। শাল, সেগুন সহ বিভিন্ন গাছ লাগান তারা। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এক সদস্য জানান একটি গাছ একটি প্রাণ এই স্লোগান কে সামনে রেখে তারা আজ এ উদ্যোগ নিয়েছেন। যেহেতু লকডাউন তাই সামাজিক দূরত্ব এবং সরকারি বিধি নিষেধ মেনেই গয়েশপুর এর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন তারা।

আরও পড়ুন -  Bhai Phota 2021: নিয়ম মেনে যৌনপল্লির দিদি-বোনেদের কাজ থেকে ফোঁটা নিলেন, অভিনেতা ভাস্বর