টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল রানীগঞ্জ ইসিএলের সাত গ্রামের এরিয়ার নিমচা গ্রাম সংলগ্ন নিমচা ফায়ারফাইটিং প্রজেক্ট এর কাছেই ইলেকট্রিক সাবস্টেশনের ধারে ধসের ঘটনায় চাঞ্চল্য। লাগোয়া এলাকায় পাশ দিয়েই যাচ্ছে রানীগঞ্জ বাইপাস রোড 60 নম্বর জাতীয় সড়কের সাথে দুই নম্বর জাতীয় সড়কে যুক্ত করে। সেই নিমচা গ্রাম লাগোয়া এলাকায় এই ধসের ঘটনা ঘটে বুধবার সকালে। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও কর্তৃপক্ষকে জানালে খনির কর্তৃপক্ষের তরফে ওই এলাকায় অস্থায়ীভাবে নিরাপত্তারক্ষী লাগিয়ে জায়গাটিকে দেখাশোনা চালাচ্ছে। গ্রামীণ দের দাবি এই ফায়ারফাইটিং প্রজেক্টে কয়লা উত্তোলনের পর সঠিকভাবে খনি ভরাট না করার জেরেই এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করেন এই সাবস্টেশন টিকে স্থানান্তরের সাথে ওই এলাকাটি কে ভরাট করে গ্রামীণ দের উপযুক্ত পরিবেশ প্রদানের।