খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকার ২০২০’র মার্চ মাসের জন্য জিএসটি ক্ষতি পূরণ বাবদ সম্প্রতি ১৩ হাজার ৮০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। ক্ষতি পূরণ বাবদ এই অর্থ সহ ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যগুলিকে ক্ষতি পূরণ বাবদ সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ ১ লক্ষ ৬৫ হাজার ৩০২ কোটি টাকা দেওয়া হলেও আলোচ্য অর্থবর্ষে সেস বাবদ কেন্দ্রীয় সরকারের সংগ্রহের পরিমাণ ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা।
২০১৯-২০’র জিএসটি বাবদ ক্ষতি পূরণ মিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এ সংগৃহীত সেস বাবদ বকেয়া অর্থও খরচ করা হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার ২০১৭-১৮’র আইজিএসটি বাবদ অ্যাপোর্সন ব্যালান্সের অঙ্গ হিসাবে কনস্যুলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কমপেনসেশন ফান্ডে বা ক্ষতি পূরণ তহবিলে ৩১ হাজার ৪১২ কোটি টাকা স্থানান্তরিত করেছে।
নিম্নলিখিত বক্সে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য-ভিত্তিক জিএসটি বাবদ ক্ষতি পূরণের পরিসংখ্যান দেওয়া হয়েছে :
ক্রমিক সংখ্যা
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম
২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি বাবদ ক্ষতি পূরণের অর্থ (টাকার অঙ্ক কোটিতে)
১
অন্ধ্রপ্রদেশ
৩০২৮
২
অরুণাচল প্রদেশ
০
৩
আসাম
১২৮৪
৪
বিহার
৫৪৬৪
৫
ছত্তিশগড়
৪৫২১
৬
দিল্লি
৮৪২৪
৭
গোয়া
১০৯৩
৮
গুজরাট
১৪৮০১
৯
হরিয়ানা
৬৬১৭
১০
হিমাচল প্রদেশ
২৪০০
১১
জম্মু ও কাশ্মীর
৩২৮১
১২
ঝাড়খন্ড
২২১৯
১৩
কর্ণাটক
১৮৬২৮
১৪
কেরল
৮১১১
১৫
মধ্যপ্রদেশ
৬৫৩৮
১৬
মহারাষ্ট্র
১৯২৩৩
১৭
মণিপুর
০
১৮
মেঘালয়
১৫৭
১৯
মিজোরাম
০
২০
নাগাল্যান্ড
০
২১
ওডিশা
৫১২২
২২
পন্ডিচেরী
১০৫৭
২৩
পাঞ্জাব
১২১৮৭
২৪
রাজস্থান
৬৭১০
২৫
সিকিম
০
২৬
তামিলনাডু
১২৩০৫
২৭
তেলেঙ্গানা
৩০৫৪
২৮
ত্রিপুরা
২৯৩
২৯
উত্তর প্রদেশ
৯১২৩
৩০
উত্তরাখন্ড
৩৩৭৫
৩১
পশ্চিমবঙ্গ
৬২০০
মোট
১৬৫৩০২
সূত্র – পিআইবি।