বল্লভপুর পেপার মিল মজদুর ইউনিয়ন এর পক্ষ থেকে বিক্ষোভ সভা

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বল্লভপুর পেপার মিল মজদুর ইউনিয়ন এর পক্ষ থেকে ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর যুগ্ম নেতৃত্বে এক বিক্ষোভ সভার আয়োজন করা হলো বল্লভপুর পেপার মিল গেটে। এদিন ১০ দফা দাবি সম্বলিত একটি দাবি পত্র পেশ করা হয় তবে এই দাবিপত্র প্রেস এর আগেই ছোট কর্মীসভা করে কি কারণে ধরনের কর্মসূচি কী কী বিষয় গুলি নিয়ে তাদের আন্দোলন সে সম্পর্কে জানান দেন একটি ইউনিয়ন ও যুব সংগঠনের নেতা-নেত্রীরা। এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে এই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে মত ব্যক্ত করেন প্রাক্তন যুব নেতা তথা বর্তমানের সিটু নেতা হেমন্ত প্রভাকর, রানীগঞ্জের বিধায়ক তথা সিটু নেতা রুনু দত্ত, সুপ্রিয় রায় প্রমূখ। এদিন নেতৃস্থানীয়রা তাদের কর্মসূচি প্রসঙ্গে জানান দিতে গিয়ে জানান অবিলম্বে লকডাউন এর বকেয়া প্রদান। বার্ষিক বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করা। ঠিকা ও বদলির শ্রমিকদের স্থায়ীকরণ করা। কারখানার বাইরে ও ভেতরে বেহাল রাস্তা সংস্কার করা। পেপার মিলের সমস্ত শ্রমিকদের রেপিড টেস্ট করে পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ। অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া প্রধান শূন্যপদে স্থানীয় বেকারদের নিয়োগ এর বিষয় সহ বিভিন্ন দাবি-দাওয়া উঠিয়াছে নেতৃস্থানীয়দের কথায়। এদিন ১০ দফা দাবি সম্বলিত এই দাবি পত্র তারা পেপার মিল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। নেতৃত্বের দাবি এ সকল দাবি নিয়ে পেপার মিল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতেও তারা পিছপা হবেন না।

আরও পড়ুন -  Namrata Malla: নায়িকার চেহারা দেখে ঘায়েল ভক্তরা, ভোজপুরি অভিনেত্রী

Leave a Comment