টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল জামুড়িয়া এ মন্দিরে চুরি করতে গিয়ে শেষ রক্ষা হল না চোরের। মন্দিরের দেওয়ালে থাকা শেওলা পা পিছলে ধরা পড়ল চোর। যদিও তার আগে তার সঙ্গীকে মন্দিরের দান বাক্স থেকে চুরি করা টাকা হাতিয়ে নিয়ে সরিয়ে দিতে তৎপর হয়েছিল সে। যদিও এরই মাঝে ওই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদস্যরা চোরের এই চুরির বিষয়টি লক্ষ্য করে তাকে তাড়া করতেই সে দেয়াল টপকাতে গেলে দেওয়ালে শ্যাওলা জমে থাকায় সে আছে রে পরে মন্দিরে। পরমুহুর্তেই মন্দিরের সকল সদস্যরা মিলেই ধরে ফেলে চোরকে। শনিবার গভীর রাতে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার নিউ সেন্টার বাজার স্থিত শ্রীপুর শিবমন্দিরে ঘটে এই ঘটনা। এই ঘটনার প্রত্যক্ষদর্শী মন্দিরের পুজারীর ছেলে রাজা গোস্বামী জানান রাত্রি প্রায় দুটো নাগাদ সে কাঁচ ভাঙ্গার শব্দ শুনে জেগে ওঠে। দেখতে পাই কাচের তৈরি দান বাক্স কে ভেঙ্গে এক চোর হাতিয়ে নিচ্ছে তাতে থাকা নগদ অর্থ, বিষয়টি লক্ষ্য করে এসে চিত্কার শুরু করে দেয়, আর তারপরই ওই চোর কোন কিছু বুঝতে না পেরে টাকা নিয়ে চম্পট দেয়, দেওয়ালের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীদের সে টাকাগুলো দিয়ে দেয় কিন্তু দেওয়াল টপকে ফিরে যাওয়ার সময় দেওয়ালে থাকার শ্যাওলার জেরে আছেরে পরে মন্দিরে। পরে শ্রীপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক কোরে জিজ্ঞাসাবাদ করে, আরো একজন দুষ্কৃতীর খোঁজ পেয়েছে এদিন।