উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বন্যায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলে মন্ত্রকের পক্ষ থেকে বন্যার প্রেক্ষিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে বলেছেন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোগুলির মেরামত ও পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ডঃ জিতেন্দ্র সিং বলেন, উত্তর-পূর্বাঞ্চল পরিষদ এই রাজ্যে লাগাতার বৃষ্টি ও বন্যার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোগুলির মেরামতে সম্ভাব্য সবরকম সাহায্য করবে।

আরও পড়ুন -  Fighting: সামান্থা শিখছেন ফাইটিং, কেন?

ডঃ সিং আরও বলেন, উত্তর-পূর্বের মানুষের কল্যাণ-সাধন ও তাঁদের উদ্বেগ দূর করার বিষয়টিতে মোদী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি আরও জানান, আসাম ও অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতির ওপর কেন্দ্রীয় সরকার নিরন্তর নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। উত্তর-পূর্বের রাজ্য সরকারগুলির সঙ্গেও তিনি নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন বলে ডঃ সিং জানান।

আরও পড়ুন -  অত্যন্ত মিষ্টি কায়দায় মিষ্টি মুখে নাচ করলেন বাঙালি যুবতী, এই দেখে প্রশংসায় পঞ্চমুখ ইন্টারনেট দুনিয়া

মন্ত্রী জানান, আসামে এবারের বন্যায় ৩০ জেলার প্রায় ৫৬ লক্ষ মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা ১২০-রও বেশি। মানুষের পাশাপাশি, বন্যপ্রাণীর ওপরও বন্যার প্রতিকূল প্রভাব পড়েছে। বন্যপ্রাণীদের উদ্ধারে কাজিরাঙ্গা অভয়ারণ্যে উদ্ধারকারী দল কাজ করছে এবং বন্যপ্রাণীদের জীবন বাঁচাতে সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -  ডেঙ্গুর লক্ষণগুলো কী?

এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পরিস্থিতির ওপর নজর রাখছেন বলেও ডঃ সিং জানান। সূত্র – পিআইবি।