২১তম কার্গিল বিজয় দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ শহীদদের সাহস ও শৌর্যের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ২১তম কার্গিল বিজয় দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ শহীদদের সাহস ও শৌর্যের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন কার্গিল বিজয় দিবস হল ভারতের আত্মসম্মান, অপ্রতিরোধ্য সাহস এবং দৃঢ় নেতৃত্বের প্রতীক।

আরও পড়ুন -  Monali Thakur: উন্মুক্ত ক্লিভেজ, কালো মনোকিনিতে জলের নিচে মোনালি

শ্রী শাহ তাঁর বার্তায় বলেছেন, ‘কার্গিল থেকে শত্রুদের হটানোর জন্য আমাদের সাহসী যোদ্ধারা যে অনবদ্য সাহস দেখিয়েছেন তাঁদের আমি শ্রদ্ধা জানাই- বিশ্বে একটি দূর্গম অঞ্চলে তাঁরা ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে শীর্ষে উত্তোলন করেছিলেন। যেসব বীর সেনানীরা মাতৃভূমির অখন্ডতা রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন, দেশ তাঁদের জন্য গর্বিত।’

আরও পড়ুন -  বাংলা নতুন বছরে মিষ্টির রেসিপি "সুজির হালুয়া"

ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন বিজয়ে পাকিস্তানকে ১৯৯৯ সালের ২৬শে জুলাই পরাজিত করেছিল। তারপর থেকে ভারতীয় সেনা জওয়ানদের অদম্য শৌর্য, সাহসিকতা এবং আত্মবলিদানকে কার্গিল বিজয় দিবসে স্মরণ করা হয়। সূত্র – পিআইবি / ছবি – সংগৃহীত।

আরও পড়ুন -  “থেনজল গল্ফ রিসর্ট”