সপ্তাহে দুদিন লকডাউন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা সংক্রমন রোধে স্বরাষ্ট্র সচিবের নির্দেশ অনুসারে সপ্তাহে দুদিনের লক ডাউন পর্বে বৃহস্পতিবার শুরু হয় সম্পুর্ন লকডাউন। এদিন সকাল থেকেই লকডাউনের প্রভান পড়তে দেখা যায় আসানসোলে। সকাল থেকেই রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। তবে কাজের সূত্রে যারা বেরিয়েছেন, তাদের প্রকৃত কারণ জানতে রাস্তায় দাঁড় করিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় ৷ একই সাথে মাস্কের ব্যবহার না থাকলে তাদের পুরানো গন্তব্যে ফিরে যেতে বাধ্য করা হয় ৷ তবে রাজ্যে হঠাৎ করে লকডাউনের জেরে বাইরে থেকে আসা যাত্রীরা কোনো যান বাহন না পেয়ে সমস্যায় পড়ে যান। আসানসোল স্টেশনে এইরকমই দূর থেকে আসা অসহায় যাত্রীরা কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেন ৷ তাদের অনেকেরই বক্তব্য রাজ্যে ঢুকে আসানসোল থেকে তাদের গন্তব্য মুর্শিদাবাদ বা বর্ধমান বা অন্যত্র ৷ তারা যান বাহন না পেয়ে সমস্যায় পড়েছেন ৷ আগে জানা থাকলে তারা এই দিনে ফিরতেন না। গত কালের দৃশ্য।

আরও পড়ুন -  বিশ্বকর্মা পুজোর আমেজে মেতে উঠেছে শিলিগুড়ি

Leave a Comment