২৬ মেট্রিক টন কয়লা গুড়ো ভর্তি একটি ট্রাক আটক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল সালানপুরে মোহনপুর সিআইএসএফ ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ বল হারার নেতৃত্বে আজ দুপুর নাগাদ সালানপুর থানার দেন্দুয়া মোড় থেকে ২৬ মেট্রিক টন কয়লা গুড়ো ভর্তি একটি ট্রাক ও চালক খালাসীকে আটক করেন। সিআইএসএফ কমান্ডেন্ট মিথিলেশ কুমার জানিয়েছেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারার জন্য সালানপুর থানার পুলিশের হাতে ট্রাকটি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন -  Durga Pujo: ডানকুনি আবাসন সার্বজনীন সমিতির ৩২তম দুর্গাপুজো