আসল ভারতীয় টাকা সহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল বিএসএফ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ কয়েক লক্ষ আসল ভারতীয় টাকা সহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল বিএসএফ। সোমবার ওই তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যায় রবিবার রাত্রে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে একটি মারুতি ভ্যান গাড়িতে করে যাওয়ার সময় কর্তব্যরত ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের গাড়ি থামাতে গেলে গাড়ি না থামিয়ে তারা পালানোর চেষ্টা করে। এদিকে বিএসএফ তাদের পিছনে ধাওয়া করলে মহদীপুর বিওপি কাছে তাদেরকে ধরে ফেলে। তাদের কে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারেনি। তারপর তাদের গাড়ির ভিতরে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ৭ লক্ষ্য লাখ ৭ হাজার ৭০০ টাকার ভারতীয় নোট ও তিনটি মোবাইল ফোন। বিএসএফের সন্দেহ তারা কোন চোরাই মাল কোথাও পাচার করার পর সেই টাকা নিয়ে তারা অন্যত্র কোথাও যাচ্ছিল। এদিকে সোমবার দুপুরে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়ন ওই তিন ব্যক্তি এবং টাকা ও মোবাইল ফোন ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। ইংরেজবাজার পুলিশ সূত্রে জানা যায় সন্দেহজনক ব্যক্তির নাম দিলীপ মন্ডল, কৃষ্ণ মন্ডল এবং নিখিল মন্ডল। এদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। তবে তারা কোথায় থেকে এতগুলো টাকা পেল বা কোথায় নিয়ে যাচ্ছিল এইসব বিষয় নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -  নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ