লাঠি হাতে রাস্তায় ফের পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ লাঠি হাতে রাস্তায় ফের পুলিশ। লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকাল থেকেই অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের একাধিক মার্কেটে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অভিযান চালায় পুলিশ।
উল্লেখ্য লকডাউন চলছে মালদার ইংরেজবাজার শহরে । কিন্তু একাংশ মানুষ লকডাউন অমান্য করে দোকান , বাজার খুলে রাখছেন। এমনকি ঠাসাঠাসি করে যানবাহনে যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই দিকেই নজর রেখে লাঠি হাতে ফের ময়দানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এমনকি রাস্তায় মাস্কবিহীন অবস্থায় অনেককে  ধরপাকড় করে পুলিশ। এদিন মালদা শহরের নেতাজি পুরো মার্কেট , রথবাড়ি, স্টেশন রোড, রাজমহল রোড় , রবীন্দ্র এভেনিউ সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে যেসব এলাকায় দোকান খোলা রাখা হয়েছিল, সেই সব দোকানিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেয় অভিযানকারী পুলিশ কর্তারা।

আরও পড়ুন -  China: জাতীয় খরা সতর্কতা জারি, তীব্র দাবদাহে পুড়ছে চীন