সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাধারণ দোকান খোলা থাকবে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কোভিড পরিস্থিতি কে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোল মহকুমা জুড়ে জারি করা হয়েছে নির্দেশিকা। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাধারণ দোকান খোলা থাকবে। এই পরিস্থিতিতে বুধবার ২২ তারিখ সকালে আসানসোল বাজারে দোকান খোলার সময় সার্কুলার করা হলো প্রশাসনের পক্ষ থেকে। তালিকায় যে সকল জায়গা রয়েছে আসানসোল মুন্সি বাজার পাক্কা, বাজার টি পি মার্কেট ঘাঁটি গলি, রাহেলেন.হট্টনরোড এবং বানপুর ডেলি মার্কেট, স্টেশন বাজার। আর হচ্ছে উত্তর থানার কিছু বাজার কুলটি নেমতপুর বাজার, বরাকর মার্কেট, জামুরিয়া বাজার ও রানীগঞ্জ অঞ্চল।

আরও পড়ুন -  Electric Scooter: টাটা মোটরস ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় পা রাখতে চলেছে, চলবে ২৫০ কিমি একচার্জে, সম্পূর্ণ তথ্য পড়ুন