রানীগঞ্জ থানায় করোনা আক্রান্ত পুলিশ এবং সিভিক….

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জ থানায় করোনা আক্রান্ত পুলিশ এবং সিভিক….।
এবার করোনাই থাবা পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ থানায়। অফিসার ও সিভিক সহ মোট ১২ জন করোনাই আক্রান্ত। লালা রস সংগ্রহ করলে পজেটিভ আসে বলে সূত্রের খবর। আক্রান্তদের দুর্গাপুর করোনা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। থানা চত্বর সেনিটাইজ করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন -  ত্রয়োদশ আর্বান মোবিলিটি ইন্ডিয়া সম্মেলন ২০২০র উদ্বোধন করবেন হরদীপ সিং পুরি