চাঁচল মহকুমায় বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই মহিলা শ্রমিক, আহত পাঁচ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জমিতে ধান রোপনের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু দুই মহিলার। আহত আরও ০৫ জন।
রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতনগর জিপির গোবরা গ্রামের দ্বি-ফসলী মাঠে ঘটনাটি ঘটেছে।

আশঙ্কাজনক থাকায় মাঠ থেকে সাতজন কে উদ্ধার করে বাসিন্দারা ভালুকা স্বাস্থ‍্য কেন্দ্রে নিয়ে যায়। দুই মহিলা জয়া মন্ডল(২৫) ও সীমা মন্ডল (২৬) কে মৃত বলে ঘোষনা করেন কর্তব‍্যরত চিকিৎসকরা।

আরও পড়ুন -  Web Series: প্রিয়া গামরে এই আকর্ষণীয় চেহারায় দেখা দিলেন, আগে বন্ধ করুন দরজা তারপর এই ভিডিও দেখবেন

আশঙ্কাজনক থাকায় বাকি আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে স্বাস্থ‍্য কেন্দ্র জানিয়েছে। এবং মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মালদা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রমিক মহিলার মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা চাঁচল মহকুমায়।

আরও পড়ুন -  অবৈধ সম্পর্ক

প্রতক্ষ‍্যদর্শীরা জানান, গোবরা গ্রামের জমিতে ধান রোপন করতে গিয়েছিল শ্রমিকরা। এদিন দূপুর থেকেই এলাকার শুরু হয় বজ্রপাত সহ ভারীবৃষ্টি। মাঠে কাজ করতে করতে আচমকাই গ্রামের জমিতে বাজ পরে। তার জেরেই এই বিপত্তি।

আরও পড়ুন -  নতুন রুপে প্রাচী সিনেমা হল ! আনন্দে আত্মহারা পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ