রানীগঞ্জ আজ থেকে রানিগঞ্জের ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ লকডাউন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জ আজ থেকে রানিগঞ্জের ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ লকডাউন। পুরো এলাকাকে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এলাকায় ঘুরে দেখলেন রানিগঞ্জ পুলিশ, এমআইসি দিবেন্দ ভকত ও স্বাস্থ্যকর্মীরা। এলাকার প্রতিটি মানুষকে বলা হচ্ছে আজ থেকে ৭ দিন লকডাউন ঘোষিত এলাকায় কেউ বাইরে বেরোবেন না। অতি প্রয়োজন থাকলে জরুরী বিভাগে ফোন করুন। আজ পর্য়ন্ত যে সব গুদাম খোলা হয়েছিল তাদের ভালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই লকডাউন অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ তা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে সব এলাকায় লক ডাউন নেই সেই সব এলাকাতেও বিনা কারণে ঘোরাঘুরি করলে পুলিশ ব্যবস্থা নেবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন -  Monami Ghosh: মনামী ঘোষ ঘুঙুরের হার গলায় পরেছেন, কোমর দোলালেন শাড়ি পরে

Leave a Comment