পরকীয়ায় লিপ্ত

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জামুড়িয়ার বোগড়া এলাকায় এক সিপিভিএফ কর্মীকে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ তুলে ব্যাপক গণধোলাই দিল এলাকার মহিলা পুরুষেরা। ট্রাফিক বিভাগ কর্মরত ও সিপিভিএফ কর্মী গতকাল গভীর রাত্রে ওই মহিলার বাড়িতে ঢুকেছিল ও তার বাড়িতে রাত্রি যাপন করেছে এমন অভিযোগ করে তারা ওই সিপিভিএফ কর্মীকে বিদ্যুৎ খুঁটিতে বেঁধে ব্যাপকভাবে গণধোলাই করে। স্থানীয় এলাকার মহিলাদের দাবি এর আগেও ওই যুবক বেশ কয়েক দফায় তার বাড়িতে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে এই নোংরামো করেছে। এই ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনাস্থলে ওই মহিলা ও ওই যুবককে উদ্ধার করতে গেলে এলাকার বাসিন্দাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে, পরে ওই মহিলা ও যুবকটিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে ওই মহিলার স্বামী তার স্ত্রীকে বাড়িতে নিতে প্রত্যাখ্যান করেছেন বলেই জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন -  শরীরের খিদে মেটালেন কামুক পরিচারিকা অসুস্থ যুবকের সঙ্গে, ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজটি