টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে নিজের বাড়িকেই বৃষ্টি বাড়ি বানিয়েছেন কুলটি উচ্চমাধ্যমিক স্কুলের অংকের শিক্ষক কিংশুক মুখার্জি ৷ সোমবার কুলটি বিধান সভার মিঠানী গ্রামে তার বাড়ি পৌঁছে দেখা যায় , দোতালা বাড়ির ১০০০ স্কয়ার ফুটের ছাদের বেশির ভাগ অংশের (৬০০ স্কয়ার ফুট) একদিক ঢালু করে রেন পাইপের মাধ্যমে বাগানের একটি ৭৫০ লিটারের জলাধারে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করেছেন ৷ যেখানে বর্ষা ঋতুতে বৃষ্টি রূপে ঝরে পড়া জল ছাদ থেকে সোজাসুজি ওই জলাধারে এসে জমা হচ্ছে ৷ তবে জলাধারের মুখে তিনি মশারির মত নেটের ব্যবহার করেছেন ৷ যেখানে ছাদের ময়লা থেকে বাগানের ঝরে পড়া গাছের পাতা ও ক্ষুদ্র ময়লাগুলি জলাধারে জলের সাথে মিশে যাওয়ার আগেই আটকে যাচ্ছে ৷ এরফলে অনেকটাই পরিশুদ্ধ জল জমা হচ্ছে জলাধারে ৷ পাশাপাশি জলাধারের উপরের অংশে বাড়তি জল বের হয়ে যাওয়ার রাস্তা দিয়ে উদ্বৃত্ত জল সরাসরি ভূগর্ভে মিশে যাচ্ছে ৷ কিংশুক মুখার্জি জানিয়েছেন , তিনি নিজে একজন অংকের শিক্ষকের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ৷ খনি শিল্পাঞ্চলে সব চেয়ে বড় সমস্যাই জলের ৷ বিশেষত প্রতিদিন ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর বাড়িয়ে তোলার ধারণা ছড়িয়ে দিতেই নিজের বাড়িকে বৃষ্টি বাড়ি হিসাবে গড়ে তুলেছেন খুব কম খরচে ৷ বিষয়টির সাফল্য দেখে স্থানীয়রাও উদ্বুদ্ধ হয়েছেন ৷ পাশাপাশি তিনি নিজেও নিজের স্কুলে এই প্রকল্পটি গড়ে তুলতে স্কুল কমিটিকে উদ্বুদ্ধ করতে পেরেছেন ৷ অন্যদিকে কিংশুক মুখার্জির স্ত্রী সুজাতা মুখার্জি জানিয়েছেন, পাড়া প্রতিবেশিদের কাছে বিষয়টি খুবই গ্রহণ যোগ্য হয়ে উঠেছে ৷ পানীয় জল ছাড়া বাকি সব কাজেই এই জল ব্যবহার করা হচ্ছে ৷
ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে নিজের বাড়িকেই বৃষ্টি বাড়ি বানিয়েছেন
Published By: Khabar India Online |
Published On: