36 C
Kolkata
Saturday, May 4, 2024

রাণীগঞ্জে দুটো ওয়ার্ডে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাণীগঞ্জ শহরে ক্রমশঃ করোনা পজেটিভ আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, পুর কমিশনার খুর্শীদ আলি কাদরী, পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত, পৌরনিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পূর্ণশশী রায়, রাণীগঞ্জ এলাকার কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন কে নিয়ে পৌরনিগমে এক বৈঠকের আয়োজন করা হয়। মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান রাণীগঞ্জ শহরকে করোনা মুক্ত করার জন্য পৌরনিগমের ৮৮ এবং ৮৯ নং ওয়ার্ডে আগামী শণিবার থেকে একসপ্তাহ সম্পূর্ণ লকডাউন করা হবে। বৃহস্পতিবার থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। শুক্রবার এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ছুট দেওয়া হয়েছে। রানীগঞ্জ শহরে অন্যান্য ওয়ার্ডে করোনা আক্রান্ত রুগীর খবর পাওয়া গেলে সে সব এলাকা কন্টেটমেন জোন করা হবে। লকডাউন এলাকায় জরুরী পরিষেবার জন্য কন্ট্রোল রুম খোলা হবে, এলাকাবাসীদের কোন অসুবিধা হলে তারা সেখানে যোগাযোগ করতে পারবেন।শহরের বাজার খোলার নিয়ন্ত্রণ করবে পুলিশ প্রশাসন। লকডাউন এবং কন্টেটমেন জোন করে রানীগঞ্জ শহরকে করোনা মুক্ত করা হবে বলে জানান মেয়র।

আরও পড়ুন -  আমাদের হৃদয়ে, ভালবাসা চিরকাল জ্বলবে

Latest News

Gold Price Today: সুখবর! প্রতি গ্রামে এত টাকা কমল বাজারদর

Gold Price Today: সুখবর! প্রতি গ্রামে এত টাকা কমল বাজারদর।  ভারতবর্ষে সোনার ব্যবহার: ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন।ভারতের ইতিহাস ও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img