সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ বুধবার ১৫ই জুলাই, সংক্রমণের হার ব্যাংকে বেড়েই যাচ্ছে। ঐতিহাসিক বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া তে আবার সংক্রমণ। বিভিন্ন ব্যাংকের শাখায় একের পর এক রেকর্ড সংক্রমণ। সেকথা চিন্তা করে সপ্তাহে একদিন ব্যাংক বন্ধ রেখে রাজ্যে সংক্রমণ কমানোর আর্জি নিয়ে আবার মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখেছে AIBOC।সকাল ১০ টা থেকে ৪ টর পরিবর্তে ২ টো পর্য্যন্ত ব্যাংক চালু রাখার কথাও তারা আবার বলেছে। সঞ্জয় দাস।
আরও পড়ুন - Subarnalata: প্রয়াত হলেন সুবর্ণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কালজয়ী ‘সুবর্ণলতা’-র শেষ দৃশ্য