আসানসোল জেলায় তিনটি জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল জেলায় তিনটি জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।ধাদকা অঞ্চলে রূপকথা সিনেমা হল এর কাছে বিজয় ভান্ডার গ্রোসারী শপ, আরকে লেমিনেশন এন্ড ইলেকট্রিক্যাল ফার্নিচার শপ এবং মা বিমালা ভ্যারাইটি স্টোর। দ্বিতীয় জায়গা হলো আসানসোলের মহিশিলা কলোনি, পূর্বপাড়া সাদাপুকুর এলাকা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সানিটাইজ করার কাজ করা হবে। তা ছাড়া দুর্গাপুরে একটি অঞ্চল কনটেইনমেন্ট জোন করা হয়।

আরও পড়ুন -  Rahul Gandhi: আমার নাম 'সাভারকার' নয়, আমি একজন গান্ধী, রাহুল গান্ধী বলেছেন