দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এম জি এন আর ই জি এ প্রকল্পের মাধ্যমে মুরগির খামার তৈরীর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মালদার বামন গোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডলের বিরুদ্ধে। দুর্নীতির বিষয়টি জানা নেই বলে দাবি পঞ্চায়েত প্রধানের। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মালদার জেলাশাসক। অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কৃত করা হবে প্রধানকে জানালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। উল্লেখ্য, গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে মুরগির খামার তৈরি প্রকল্প গ্রহণ করা হয় বামন গোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এ। ৯২ টি প্রকল্প নেওয়া হয়। প্রত্যেকটি প্রকল্পের জন্য বরাদ্দ হয় ১ লক্ষ ৪১ হাজার টাকা। এবং যার বাড়িতে খামার তৈরি হবে তিনি সেই কামার তৈরীর সাথে যুক্ত থাকবেন। ইমেজেস প্রকল্পের মাধ্যমে পারিশ্রমিক পাবেন তিনি। কিন্তু উপভোগ তাদের অভিযোগ ১ লক্ষ ৪১ হাজার টাকা মুরগির খামার তৈরির জন্য বরাদ্দ হলেও মাত্র কয়েক হাজার টাকা দিয়ে খামার তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন পঞ্চায়েতের লোকজন।ব্লক উন্নয়ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। যদি ও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান এর দাবি তিনি কিছু জানেন না। সমস্ত দায়ভার নির্মাণ সহায়ক এর উপরে চাপিয়েছেন তিনি। মালদার জেলাশাসক রাজষি মিত্র জানান, ব্লক উন্নয়ন আধিকারিক কে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন, জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি কেউ দুর্নীতি করলে দল পাশে দাঁড়াবে না। দুর্নীতি প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার হতে হবে।

আরও পড়ুন -  Amitabh Bachchan: অন্তরালে আসল নাম, কেরিয়ারে কি গোপন রেখেছেন অমিতাভ?