প্রশাসনিক ভবন চত্বরে আচমকাই হানা দিল ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ লাঠি হাতে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আচমকাই হানা দিল ইংরেজবাজার থানার পুলিশের। লাঠিধারী পুলিশ কে দেখতে পেয়েই যত্রতত্র জমায়েত ভেঙে প্রাণ ভয়ে পালাতে শুরু করল সাধারণ মানুষ। উল্লখ্য করোনা সংক্রমণ রুখতে সাতদিনের জন্য ইংরেজবাজার থানা এলাকায় লক ডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই লকডাউন কে বুড়ো আংগুল দেখিয়ে বিভিন্ন জায়গায় জমায়েত সাধারণ মানুষের। এই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আচমকাই মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বরে হানা দেয় পুলিশ। নেতৃত্বে ছিলেন ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। ঘটনাটি গতকালের।

আরও পড়ুন -  Mithu Mukherjee: মিঠু মুখার্জী অন্তরালে চলে গেলেন কেন? শেষ সিনেমাও সুপারহিট