সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ২০১৯ সালে মানুষ ভুল করে ভোট দিয়েছে বিজেপিকে। যেটা এখন বুঝতে পারছে মানুষ। তাই আগামী নির্বাচনে বিজেপির সরকারের পতন নিশ্চিত। শুধু তাই নয় এই সরকার পুরোপুরি ব্যর্থ মানুষের আশা প্রত্যাশা পূরণে। মঙ্গলবার দুপুরে মালদা টাউন স্টেশনের বাইরে রেলের বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে এভাবেই তীব্র ভাষায় মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। নেত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ী, প্রাক্তন কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি, শুভদীপ সান্যাল, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি সরকার সহ অন্যান্য নেতা নেত্রীরা। অবস্থান বিক্ষোভ সমাবেশের পর কেন্দ্রীয় রেল মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয় মালদা রেলওয়ে স্টেশনের বাইরে। তার পাশাপাশি মালদা রেল স্টেশনের সদর দরজায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর হুঁশিয়ারি দিয়ে জানান কোনমতেই রেলকে বেসরকারিকরণ করতে দেওয়া যাবে না। এর জন্য তৃণমূল কংগ্রেস আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
আগামী নির্বাচনে বিজেপির সরকারের পতন নিশ্চিত
Published By: Khabar India Online |
Published On:
আরও পড়ুন - Rashmika Mandana: ছবিগুলি দেখলে আপনি অবাক হবেন, পুষ্পের শ্রীবল্লী বাস্তব জীবনে খুব সুন্দর