পেট্রোল ডিজেল মূল্য বৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভ মিছিল কংগ্রেসের ও সিপিএমের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবারে যৌথভাবে আন্দোলনে নামল সিপিএম এবং কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বামনগোলা ব্লক কংগ্রেস ও সিপিআইএম যৌথ উদ্যোগে পাকুয়াহাট কলেজ মোড় থেকে এই মর্মে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল।

পরে এই মিছিল এসে শেষ হয় পাকুয়াহাট স্যান্ডে। পরে সেখানে কেন্দ্র সরকারের পেট্রোল ও ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবশেষে ট্রাফিক মোড়ে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনী করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা মহিলা মোর্চার সদস্য ছবি দে, আরএসপি জেলা সম্পাদক শাকিরুদিন সরকার, সিপিআইএম ব্লক সভাপতি
খগেন বর্মন, বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার ও সুভাষ থাপা। এছাড়াও সিপিএম ও কংগ্রেসের বিভিন্ন বিভিন্ন কর্মীরা।

আরও পড়ুন -  অভিনেত্রী রানি চ্যাটার্জি চুরান্ত ঘনিষ্ঠ কেশরী লাল যাদবের সাথে, রোমান্সে এর তুফান তুলেছেন বেডরুমের, VIDEO