পান্ডবেশ্বরে দলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, পান্ডবেশ্বরঃ দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ইতিমধ্যে আগামী দিনে নিজেদের এলাকায় দলীয়ভাবে কিছু কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। তা তিনি ঘোষণাও করেছেন। সেই মতো দলের সেই কর্মসূচি সফল করার জন্য নিজের বিধান সভায় দলের সব শাখা সংগঠনের নেতাদের নির্দেশ দিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই নিয়ে রবিবার তিনি হরিপুরের বিধায়ক কার্যালয়ে সব শাখা সংগঠনের নেতা ও জনপ্রতিনিধি দের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, ৬ জুলাই সোমবার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথভিত্তিক প্রতিবাদ মিছিল ও ধর্ণা আন্দোলন করতে হবে । ৭ জুলাই মঙ্গলবার রেলের বেসরকারিকরণের প্রতিবাদে রেলস্টেশনে প্রতিবাদ বিক্ষোভ হবে। ৮ জুলাই বুধবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নিজেদের বাড়ির সামনে বসে পরিবারের সদস্য ও দলের কর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিবাদ করবেন কর্মসূচি করবেন ।৯ জুলাই বৃহস্পতিবার কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদে বুথ ভিত্তিক বুথ ভিত্তিক প্রতিবাদ রেলি ও ধর্ণা হব। একইসঙ্গে ইসিএলের সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। একইভাবে ১০ জুলাই শুক্রবার কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করার প্রতিবাদ বিক্ষোভ হবে। ১১ জুলাই থেকে ১৩ জুলাই অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সামাজিক কার্যক্রম নিয়ে বুথ ভিত্তিক সচেতনতার অনুষ্ঠান করা হবে। ২১ জুলাই মঙ্গলবার শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ দিবস উপলক্ষে বুথ ভিত্তিক পতাকা উত্তোলন ও অনুষ্ঠান হবে । দুপুর ১টা থেকে দুপুর ২টো এই অনুষ্ঠান হবে।

আরও পড়ুন -  ভিডিও কল এর সুবিধা নিয়ে আসছে জিমেইল

Leave a Comment