টুঙ্কা সাহা,খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজনৈতিক মতাদর্শগত বিরোধীতা থাকলেও বিরোধী দলের নেতার শারীরিক আরোগ্য কামনা করে সৌজন্যর রাজনীতির পরিচয় দিলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি ৷ এদিন সকালে রানিগঞ্জ বিধান সভার অন্তর্গত রানিসায়ের মোড়ে সাটুর প্রবীণ শ্রমিক সংগঠনের নেতা হারাধন ঝাঁ কে দেখতে গিয়ে তার শারীরিক আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন ৷ উল্লেখ্য ২০০৬ সালে রানিগঞ্জ বিধান সভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ছিলেন তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি ও সিপিআই(এম) এর পক্ষ থেকে সিটু নেতা হারাধন ঝাঁ ৷ তবে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন হারাধন ঝাঁ ৷ পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল ৷ সময়ের পরিবর্তনে বর্তমানে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি ৷ অন্যদিকে হারাধন ঝাঁ পক্ষাঘাত গ্রস্ত হয়ে বর্তমানে ৭৩ বছরে রানিসায়েরে নিজের মেয়ে জামাইয়ের পরিবারে আশ্রিত ৷ হারাধান ঝাঁ এর শারীরিক অসুস্থতার খবর পেয়ে শুক্রবার রাতে সৌজন্য সাক্ষাতে যান স্থানীয় পুরপিতা ৷ তিনি হারাধন ঝাঁ এর শারীরিক অসুস্থতার খবর মেয়রকে দিলে , শনিবার সকালে হারাধন ঝাঁ এর বাড়িতে উপস্থিত হন মেয়র ৷ পরিবারের হাতে ফল ও পথ্য সহ চিকিৎসার জন্যে কিছু আর্থিক অনুদান তুলে দিয়ে সৌজন্যতার নজির রাখেন তিনি ৷ পাশাপাশি বলেন, রাজনৈতিক মতাদর্শগত বিরোধীতা থাকলেও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো অপশব্দ ব্যবহার করিনি প্রবীন শ্রমিক নেতা ও প্রাক্তন বিধায়ক সম্পর্কে ৷ বরাবরই হারাধন বাবুকে কাকা হিসাবে সম্বোধন ও সম্মাণ জানিয়েছি ৷ আজও তার আর্শীবাদ প্রার্থনা করে আরোগ্য কামনা করেছি ৷ অন্যদিকে হারাধন ঝাঁ জানিয়েছেন, বর্তমানে মেয়র ও বিধায়ক হিসাবে জিতেন্দ্র তিওয়ারি অনেক উন্নয়ণ মূলক কাজ করছেন ৷ তিনি বাড়িতে এসে শারীরিক স্থিতির খবর নেওয়ায় অামি অনেকটাই আরোগ্য হয়ে ওঠার পথে এগিয়ে গেলাম ৷
শ্রমিক সংগঠনের নেতা হারাধন ঝাঁ কে দেখে এলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি
Published By: Khabar India Online |
Published On: