জেলা স্বাস্থ্য অধিকর্তার দফতরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

 টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ     জেলা স্বাস্থ্য অধিকর্তার দফতরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ ৷ এদিন সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিএমওএইচ এর দফতরে দ্বিতীয় এএনএম(অার) সেবিকাদের পক্ষ থেকে সম কাজে সম বেতন ও স্থায়ী করণের দাবি ও পি এস বিভাগের আশাকর্মীরা বেতন বৃদ্ধি ও করোনা পরিস্থিতিতে কার্যক্ষেত্রে সুরক্ষার দাবি সহ অবসরকালীন ভাতার দাবিতে বিক্ষোভে শামিল হন ৷

আরও পড়ুন -  Indonesia earthquake: ভূমিকম্প ইন্দোনেশিয়ায় আবার

যদিও সেই সময় জেলা অধিকর্তা বা সিএমওএইচ দফতরে অনুপস্থিত ছিলেন ৷ তবে এই বিষয়ে পুরনিগমের এমআইসি দিব্যেন্দু ভগৎ জানিয়েছেন , তিনি স্বাস্থ্য কর্মীদের দাবিগুলির বিষয়ে এখনো কোনো খবর পাননি ৷ তবে স্বাস্থ্যকর্মীদের দাবিগুলি এলে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে এই মুহুর্তে এইচএসডবলুর অাওতায় থাকা কর্মীদের কাজের ওপর ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷ অন্যদিকে আসানসোলের রবীন্দ্র ভবনে স্বাস্থ্য বিভাগের বৈঠকে সিএমওএইচের কাছে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়ে বলেন, ওই বিষয়ে তিনি কিছু জানেন না এখনো ৷ তাই কোনো প্রকার উত্তর দেওয়া সম্ভব নয় ৷

আরও পড়ুন -  Imran Khan: হামলাকারীর স্বীকারোক্তি, ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম