30 C
Kolkata
Sunday, May 5, 2024

গাড়ুই নদী সংস্কারে হাত দিলো আসানসোল পুরনিগম

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ      আসানসোল উত্তর বিধানসভা এলাকায় গাড়ুই নদী সংস্কারে হাত দিলো আসানসোল পুরনিগম ৷ বিগত কয়েক বছরধরে বর্ষার সময় এই গাড়ুই নদী আসানসোল উত্তর এলাকায় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ নদীর দুই পাশে শহরের আবর্জনা এই নদীতে সারা বছর ধরে জমা হওয়ায় নদী বক্ষ মজে গিয়েছে ৷ তাই অল্প বৃষ্টিতেই নদী প্লাবিত হয়ে আসেপাশের সমস্ত এলাকা জলমগ্ন করে দেয় ৷ একই সাথে দুই তিন দিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে নদী তীরবর্তী অঞ্চলে ৷ এই সমস্যা সমাধানে পুরনিগম জেলা প্রশাসন ও সেচ দফতর এক সাথে সিদ্ধান্ত গ্রহণ করে নদী সংস্কারের ৷ সেই হিসাবে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে শুক্রবার উত্তর বিধান সভা অঞ্চলে নদী সংস্কারের কাজ শুরু করা হয় ৷ মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি এই বিষয়ে জানিয়েছেন, সংস্কারের কাজ যথা সময়ে শেষ করা গেলে বর্ষায় প্লাবিত হওয়ার দুঃখ মানুষের অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন -  Grape Juice: আঙুরের জুস মজাদার এবং স্বাস্থ্যকর

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img