মাসকাটা খালের কচুরিপানা নোংরা পরিষ্কার করা হল

Published By: Khabar India Online | Published On:

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ   সামনে বর্ষাকাল এই সময় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে তার আগাম প্রস্তুতি নিতে বাদুড়িয়া ব্লকের তত্ত্বাবধানে যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের মাসকাটা খালের কচুরিপানা নোংরা পরিষ্কার করা হয়। তাই আজ এলাকায় জল নিকাশি ব্যবস্থা ও খালের বর্তমান পরিস্থিতি সরোজমিনে তদন্ত করতে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট (বসিরহাট) সহ প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। জানা যায় ওই খালটি যশাইকাটি আটঘরা, বাগজোলা, রামচন্দ্রপুর উদয় এই তিনটি গ্রাম পঞ্চায়েত মিলে বিস্তৃতি। বাদুড়িয়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নির্দেশে উপস্থিত ছিলেন বাগজোলা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক,যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের এসটিপি, পঞ্চায়েত উপপ্রধান সহ ভি আর পি সুপারভাইজার রা। মাসকাটা খাল পরিদর্শনকালে আধিকারিক গন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনেন। এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়া তে বাদুড়িয়া ব্লক এর কর্ম প্রচেষ্টাকে কুর্ণিশ জানান।

আরও পড়ুন -  Dev-Sweta: দেবের বিপরীতে এবার ‘যমুনা ঢাকি’ ওরফে শ্বেতা