সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ইংরেজবাজার পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের মহেশপুর এলাকায় উদযাপন করা হল হুল দিবস। সিধু কানু ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান এবং লাদাখে শহীদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই রক্তদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা যায় দিন প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুমলা আগরওয়াল, উদ্যোক্তা জনসন কিস্কু, অমিত সরেন সহ অন্যান্যরা।
আরও পড়ুন - Post Office Scheme: পোস্ট অফিসের পিপিএফ স্কিম, প্রতি মাসে নিশ্চিত ২৪,০০০ টাকা আয়ের সুযোগ!